ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা দিয়ে অবৈধ ভাবে ভার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এর মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। সোমবার মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান মঙ্গলবার দুপুরে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুরা গ্রামের আঃ খালেক ফকিরের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ফকির (৪২), মোঃ দেলোয়ার হোসেন ফকিরের স্ত্রী মোছাঃ কাজল বেগম (৩৫), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুর বাড়িয়া গ্রামের মোঃ আদর আলী গাজী’র ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী (৪৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আদিম নগর গ্র্রামের মোঃ কালাম শেখের ছেলে মোঃ জহির শেখ (২৭) ও মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামের মোঃ জসিম গাজী’র ছেলে মোঃ তানভির হোসেন (১৬)। তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। প্রার্থী পরিবর্তন নিয়ে ষড়যন্ত্র.
ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: