• ঢাকা
  • শুক্রবার, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাংলাদেশী বংশোদ্ভুত চার নারী হলেন ব্রিটিশ পার্লামেন্টের সম্মানিত সদস্য


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩২ এএম;
বাংলাদেশী বংশোদ্ভুত চার নারী হলেন ব্রিটিশ পার্লামেন্টের সম্মানিত সদস্য
বাংলাদেশী বংশোদ্ভুত চার নারী হলেন ব্রিটিশ পার্লামেন্টের সম্মানিত সদস্য

মিজানুর রহমান মিজান, সিলেট থেকে:: ব্রিটেন আমাদেরকে প্রায় দুই শত বৎসর শাসন করে। ওরা এদেশে এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে।নানান ফন্দি,প্রতারণা, চলছাতুরীর মাধ্যমে এক সময় হয়ে যায় এদেশের হর্তাকর্তা। আবার এক সময় এদেশের মানুষ জাহাজের নাবিক হয়ে পাড়ি জমান ব্রিটেনে। লাভ করেন নাগরিকত্ব। তাদের বলা হয় দ্বৈত নাগরিকত্বের অধিকারী। বিগত ৪ জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত চার নারী জয়লাভ করে হয়ে গেলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।এ চার নারী হচেছন রোশনারা আলী, রেজোয়ানা সিদ্দিকী টিউলিপ , রুপা হক ও আফসানা বেগম প্রমুখ।প্রথম নারী এমপি রোশনারা আলী এ নিয়ে পঞ্চমবার ব্রিটেনের সংসদে বসলেন। রেজোয়ানা সিদ্দিকী টিউলিপ চারবার, রুপা হক চারবার ও বাংলাদেশী বংশোদ্ভুত সিলেটের আফসানা বেগম এ নিয়ে দু’বার নির্বাচিত হলেন। সে হিসাবে বাংলাদেশের মানুষ আনন্দে আনন্দিত, গর্বিত।এ বিজয় বাংলাদেশের লাল সবুজের পতাকার জয়, বাংলাদেশের মানুষের জয়।ভোরের আলোয় হচেছ ধীরে ধীরে আলোকিত, আশাবাদি।বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছেন অদুর ভবিষ্যতে বাংলাদেশী বংশোদ্ভুতরাই পরিচালনা করবে ব্রিটিশ সাম্রাজ্য। অভিনন্দন জানাই বিজয়ী চার নারীকে। আপনাদের মেধা, মনন, কর্মকান্ড দিয়ে আলো ছড়ান , সামনে এগিয়ে যান। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি নিরন্তর। চলার পথ হোক প্রশস্থ এ কামনান্তে।.

 
মিজানুর রহমান মিজান,প্রতিষ্ঠাতা ও পরিচালক চান মিয়া স্মৃতি পাঠাগার, রাজাগঞ্জ বাজার ,বিশ্বনাথ, সিলেট।
 . .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ