• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে আগাম ফসল বাজারে তুলতে গিয়ে চাষীরা চরম বিপাকে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১২ এএম;
বিশ্বনাথ, আগাম, ফসল, বাজার, তুলতে, গিয়ে, চাষী, চরম, বিপাক
বিশ্বনাথে আগাম ফসল বাজারে তুলতে গিয়ে চাষীরা চরম বিপাকে

মিজানুর রহমান মিজান সিলেট বিশ্বনাথ প্রতিনিধি:- শীতের আগেই হাট-বাজারে শীতকালীন শাকসবজি তুলতে গিয়ে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বরাবরের মতই ব্যস্ত হয়ে চাষে মনোনিবেশ করেন।উদ্দেশ্য একটাই অন্তরে লালিত স্বপ্ন রুপে কাজ করে,সবজি দ্রুত বাজারে তুলতে পারলে মু্ল্যমানের দিকে অধিক লাভবান হবার সম্ভাবনা হেতু চারা উৎপাদন ও জমি পরিচর্যায়ের কাজ শুরু করেন।বিগত বছর উপজেলায় প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আবাদ ও লাভবান হয়েছিলেন কৃষকরা।আর সে লক্ষে এবার ও কৃষকরা আগাম ফসল শীতকালীন সবজি টমেটো, লালশাক,শিম,মিষ্টি কুমড়া,বাধাকপি,ফুলকপি,বেগুন,লাউসহ নানান জাতের চাষে কাজ করতে থাকেন।উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের উত্তর দিকে হরিপুর,সোনাপুর,তবলপুর,মুফতিরবাজার,বাওয়ানপুর,হোসেনপুর,পশ্চিম দিকে তেলিকুনা,পাহাড়পুর,.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

লালারগাউ,কান্দিগ্রাম,বিলপার,রামপাশা ও অলংকারি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ব্যাপকহারে শাক-সবজি ও নানাবিধ ফসল চাষের শুরু হয়।কিন্তু এবারের মৌসুমী বায়ুর প্রভাবে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে চারা,বীজ নষ্ট হয়ে যাচ্ছে।কোন কোন কৃষক একই জমিতে দুই তিনবার বীজ বা ফসল লাগিয়ে ও সুফলের পরিবর্তে ক্ষতির সম্মুখিন হচ্ছেন।।বৃষ্টিপাতের ফলে অধিকাংশ কৃষকের মাথায় হাত।নীচের ছবির দিকে লক্ষ করলেই দেখা যায় ফসলবিহীন জমি।কিন্তু এ জমিতেই কৃষক একদিন,দুদিন আগে বীজ,চারা বপন করেছিলেন।আর আজ দেখা যাচ্ছে ফসলবিহীন জমিগুলি।কৃষকরা চরম বিপাকে পড়ে হাসফাঁস করছেন।.

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ