সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় গাড়ী চালক বাইশঘর গ্রামের মৃত: ইজবর আলীর ছেলে ইজাজুর রহমান (৩৮) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (০৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।.
.
বিগত বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের দতা নামক স্থানে বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে আহত হন অটোরিকশার চালকসহ ৪ যাত্রী। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাস (ঢাকা মেট্রো জ ১১-২৬১১) ও অটোরিকশা নং (সুনামগঞ্জ থ ১১-২১৭১) থানা হেফাজতে নেয়। তবে বাস চালককে আটক করতে পারেনি পুলিশ।.
.
দূর্ঘটনায় আহতরা হলেন বিশ্বনাথ থানার দশঘর ইউনিয়নে বাইশঘর গ্রামের মৃত: ইজবর আলীর ছেলে অটোরিকশা চালক ইজাজুর রহমান (৩৮), অটোরিকশার যাত্রী কুমিল্লা জেলার মুরাদনগর থানার বড়পিপড়িয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৭), তার স্ত্রী লেখা বেগম (৩০), ও তার ছেলে ইয়াছিন মিয়া (১৩)। গুরুত্ব আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই পরিবারের ৩ সদস্য আত্মীয়ের বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন তারা। .
.
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই কবির উদ্দিন জানান, বাস ও অটোরিকশা থানা হেফাজতে রাখা হয়েছে।.
.
ইজাজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।.
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি
আপনার মতামত লিখুন: