• ঢাকা
  • বুধবার, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে বন্যার্তদের পল্লী ফোরামের ফ্রি চিকিৎসা সেবা প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
বিশ্বনাথে বন্যার্তদের পল্লী ফোরামের ফ্রি চিকিৎসা সেবা প্রদান
বিশ্বনাথে বন্যার্তদের পল্লী ফোরামের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে জনকল্যাণমুখী সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুলাই প্রায় ৩ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে জরুরী ওষুধ প্রদান করা হয়।.

 .

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।.


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবা একটি ইবাদাত। মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তাই দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ পল্লী ফোরাম যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। সংগঠনটির চেয়ারম্যান শাহানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি মানুষের জীবন মান ও জীবিকা নির্বাহে একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ পল্লী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, কবি ও উপাধ্যক্ষ পিয়ার মাহমুদ, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সভাপতি মাওনালা আব্দুল মছব্বির। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি শফিক আহমদ পিয়ার।
বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে যারা রোগী দেখেছেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শানুর আলী মামুন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মারুফা নাজমীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ