
বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভালবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর। বৃহস্পতিবার (৪ঠা জুলাই ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণির ব্যবস্থাপনায় দুটি স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। .
.
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ দুদু মিয়ার সভাপতিত্বে ও সংবাদকর্মী ও সংগঠক মোস্তাক আহমেদ মুস্তাফার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণি। .
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া। বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লাল মিয়া,কাওছার মিয়া,ছালেহ আহমদ,আব্দুর রহিম,দবির মিয়া।.
.
এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয় পুর গ্রামে পৃথক আরেকটি অনুষ্ঠানে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগ নেতা ছমির আলীর পরিচালনায় ও স্থানীয় মুরব্বি গোলাম মোস্তফার সভাপতিত্বে সেখানেও প্রধান অতিথি হিসেবে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ আব্দুল গণি। .
সব মিলিয়ে উভয় স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: