• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের রাজপথ জামাত বিএনপির দখলে: থানা উপজেলা সহ গুরুপূর্ণ স্থাপনা অরক্ষিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪২ পিএম;
বিশ্বনাথ, রাজপথ, জামাত, বিএনপি, দখলে, থানা, উপজেলা, স্থাপনা অরক্ষিত,
বিশ্বনাথের রাজপথ জামাত বিএনপির দখলে: থানা উপজেলা সহ গুরুপূর্ণ স্থাপনা অরক্ষিত

 .

 .

বিশ্বনাথ প্রতিনিধি: শেখ হাসিনার দেশ ত্যাগের খবরের সাথে সাথে বিশ্বনাথে সাধরাণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। সরকার পতনের খবর পৌছার সাথে সাথে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। ছাত্র জনতা ও সাধারণ মানুষ মিলে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিশ্বনাথ পৌরশহরের উভয় বাজারে আওয়ামীলীগ বিরোধী স্লোগান দেন তারা। বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর নাম ধরেও এসময় নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। আওয়ামীলীগ সরকারে প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ। দির্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথের বাহিরে থেকে ও অত্যাচার, নিপিড়ন, হামলা, মামলা, কারাভোগ করে কোন্ঠাসা জীবনের পরিসমাপ্ত হয়েছে এমনটি যেন তাদের স্লোগানের ভাষায় প্রকাশ পেয়েছে। মিছিল হয়েছে আওয়ামীলীগ বিরোধী নানান স্লোগানে। বিগত ৫ ই আগস্ট থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, জামাত, খেলাফত মজলিস ও হেফাজতের মিছিল সভা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আওয়ামীলীগের কোন নেতাকর্মীদের উপর হামলা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে কয়েক স্থানে আওয়ামীলীগের ব্যবসা প্রতিষ্ঠানের উপর বিক্ষিপ্ত হামলা ও ভাংচুরে দৃশ্য দেখা গেছে। সংখ্যালঘু কিংবা মন্দির প্যাগোডায় কোন প্রকার হামলা- জ্বালাও পোড়াও এর খবর পাওয়া যায়নি।.

 .

 .

 .

শেখ হাসিনার পদত্যাগের খবরে বিশ্বনাথ উপজেলা ও থানায় থেমে থেমে কয়েক দফা আক্রমণ করে বিজয় উল্লাসে অংশগ্রহনকারীরা। এতে থানায় ও উপজেলা পরিষদের বিভিন্ন ভবনের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উপজেলা পরিষদ হল রুম, অডিটোরিয়াম, সমাজসেবা অফিস, বঙ্গবন্ধু ম্যুরাল, থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি, মোটর সাইকেল ও থানা কম্পাউন্ডের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। থানায় হামলার সময় নিরাপদ অবস্থানে চলে যায় পুলিশ। এজন্য কোন পুলিশ সদস্য ও কর্মকর্তা হামলার শিকার বা আহত হননি। .

 .

 .

 .

 .

 .

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে আরো দুই একটি বিক্ষিপ্ত দোকান ভাংচুরের ঘটনা ঘটে। বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে তিনটি দোকান, উপজেলার বৈরাগীবাজারে একটি, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের অফিস ও পয়েন্টে একটি দোকান, বিশ্বনাথ সদর বাজারে ৩টি, খাজাঞ্চী ইউনয়ন অফিস ভাংচুর করেছে দূর্বৃত্তরা এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।.

 .

 .

 .

 .

 .

৮ই আগস্ট উপজেলার বিভিন্ন সরকারী স্থাপনা ও অফিস ঘুরে দেখা গেছে এই কয়েক দিনের ভিন্ন চিত্র। জনজীবন স্বাভাবিক , রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করছে। সকল প্রকার দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও খোলা রয়েছে। কিন্তু সরকারী সকল অফিসে নেই কোন কর্মকর্তা। থানায় পুলিশের কর্ম বিরতী চলছে। কোন পুলিশ থানার ভিতরে না থাকায় যে সকল আসবাবপত্র এখনও সম্পদ হিসেবে আছে সেগুলো চরম অরক্ষিত অবস্থায় রয়েছে। একি চিত্র দেখা গেছে উপজেলা পরিষদের প্রশাসন দপ্তরে ভিতরে। কোন দপ্তরে নেই কর্মকর্তা ও দেখভালের কেউ। ভাঙ্গা ঘরের ভিতরে বিভিন্ন মালপত্র পড়ে আছে এমনটিও দেখা গেছে। গতকাল থেকে সরকারী বিভিন্ন স্থাপনার নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হলেও এ সংখ্যা অনেকটাই কম এমন পরিলক্ষিত হয়েছে। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হলে অপরাধের মাত্রা বেড়ে যাবে এমনটি জানান একাধিক স্থানীয় নাগরিক।.

 .

 .

 .

 .

এদিকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-ছাত্রী, সামজিক সংগঠন এবং পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে পরিস্কার অভিযান, সংখ্যালঘু মানুষের বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে দেখা গেছে। বিশ্বনাথ থানার বর্তমান তদন্ত অফিসার এর সাথে কথা বলে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কর্মে যোগদান করবেন।  উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মস্থলে না থাকায় কারো সাথে কথা বলা যায়নি। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার এর মোবাইল ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য পাওয়া যায়নি।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ