লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামে একটি বিয়ে বাড়ির খাবার খেয়ে এমন ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে অসুস্থ ২৫জন ব্যাক্তিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু। তারা সবাই রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা। .
বাকিরা চাঁদপুর, ফরিদগঞ্জ, মতলব ও রায়পুরের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেন তাদের স্বজনরা। খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।.
বর মো. মানিক রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বসু পাটওয়ারী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন পাটওয়ারীর ছোট ছেলে। কনে তারিন আক্তার চরমান্দারির তোফায়েল তপদারের মেয়ে। শুক্রবার দুপুরে কনের বাড়িতে তাঁদের বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। এতে প্রায় তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে শতাধিক ব্যাক্তি সন্ধ্যার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে সবাই বমি ও পাতলা পায়খানা শুরু করে। এরপরই তাঁদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।.
বরের বড় ভাই মো. মাসুম পাটওয়ারী (৩০) বলেন, ‘সম্ভবত: দই থেকে বিষক্রিয়ার সূত্রপাত হয়েছে। অসুস্থদের চিকিৎসা চলছে। অনুষ্ঠানে অংশনেওয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়িতে শনিবার দুপুরের বৌভাত অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।’কনের মামা মো. আজহার ভূঁইয়া বলেন, ‘অনুষ্ঠানে প্রায় ৩শ’ অতিথি খাবার খেয়েছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদেরকে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেওয়া হয়েছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন।.
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এরপরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে। ভর্তি হওয়া ২৫ জনকে আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। তাঁরা আশংকামুক্ত রয়েছেন।.
ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতনিধি:
আপনার মতামত লিখুন: