• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১২ জন বিজিবির হাতে আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম;
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১২ জন বিজিবির হাতে আটক
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১২ জন বিজিবির হাতে আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেওেক বাংলাদেশে প্রবেশের সময় ১২ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্ত থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের হরি গোপাল দাসের ছেলে শ্রী রাজীব চন্ত্র দাস (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর কলারুন গ্রামের রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪), সাথে তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার বৈলতৈল থানার করপাড়া গ্রামের মৃত রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর জেলার কোতয়ালী থানার যশোর রেলগেট গ্রামের দুলাল মিয়ার মেয়ে মোছঃ হোসনে আরা বেগম (২৭) সাথে তার ছেলে আরমান (১৩) ও আরাফাত (০৩), খুলনা জেলার ফুলতলা থানার কাচপুর গ্রামের মোঃ কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), তার মেয়ে পিহু ইসলাম (০৪), একই জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের মোঃ জুয়েল শেখের স্ত্রী মোছাঃ রুমা বেগম (২৮), রুপসা থানার রুপসা রামনগর গ্রামের লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) এবং নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ