"মাটি যুব সংঘ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ ".
সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি. এস. এস, বিশেষ প্রতিনিধি, ডে নাইট নিউজ & টিভি। .
আজ ৩০শে এপ্রিল ২০২২ খ্রীঃ, ২৮শে রমজান রোজ শনিবার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন "মাটি যুব সংঘ " (দামিয়া, সখীপুর,টাংগাইল) কর্তৃক এলাকার গরীর দুখীদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়। জনপ্রতি এক কেজি চিনি,এক কেজি চাল,একটি সেমাই প্যাকেট ও একটি সাবান সম্বলিত প্যাকেট প্রদান করা হয়। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন "মাটি" যুব সংঘের প্রধান উপদেষ্টা শিউলি টেক্সটাইলের চেয়ারম্যান শিল্পপতি জনাব আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন, দক্ষিন আফ্রিকা প্রবাসী জনাব মতিয়ার রহমান সিকদার,মেম্বার পদপার্থী জনাব ময়েজ উদ্দিন, সহ মাটি যুব সংঘের সকল সদস্যবৃন্দ। রাস্ট্রীয়,ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালনের পাশাপাশি "মাটি যুব সংঘ " প্রতি বছর প্রতি ঈদে গরীব দুখীদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করে থাকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাটি যুব সংঘ কর্তৃক এলাকায় এ বিশেষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।.
মাটি যুব সংঘকে যাঁরা সর্বদা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন তাঁরা হলেন,মাটি যুব সংঘের অন্যতম উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম, দক্ষিন কোরিয়া প্রবাসী, জনাব শিবলী সাদিক (বিশিষ্ট সমাজ সেবক, জননন্দিত তারকা নেতা,মহানায়ক, গরীবের বন্ধু এবং সখীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপার্থী ), ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সফল মেম্বার, তারুণ্যের প্রতীক জনাব কিসমত আলী, ২নং ওয়ার্ডের মেম্বার পদপার্থী জনাব শফিকুলইসলাম সিকদার, ৬নং কালিযা ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জনাব ফজিলা খাতুন সহ আরো অনেকেই।.
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাটি যুব সংঘের স্থানী ভবন নির্মাণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জমিদাতা মাটি যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জনাব ক্বারী বিল্লাল হোসেন। সর্বশেষে সভায় মাটি যুব সংঘের ভবন নির্মাণ বিষয়ে সর্বস্তরের জনগণ ও নেতা কর্মীদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ করা হয়।.
. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব
আপনার মতামত লিখুন: