দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর রফিকুল ইসলামের কন্যা দির্ঘ ৮ বছর যাবৎ প্যারালাইসিস অবস্থায় বিছানায় পড়ে মানবিক জীবন যাপন করছেন। তারা বাবা সর্বশেষ স্থাবর বাড়ী বেঁচে মেয়ের চিকিৎসা করেও কোন ফল পান নাই।.
সম্প্রতি ১৫ নভেম্বর ২০২১ইং তারিখে মেয়েকে সুস্থ্য করতে ঢাকা ন্যাশনাল ইসস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতারে ভর্তি করলে সেখানেকার নিউরো সার্জারী বিভাগের কর্তব্যরত ডাঃ মিজানুর রহমান পরীক্ষা করে তার মেরুদন্ডে ভিতরে টিউমার আছে বলে নিশ্চিত করেন। টিউমার অপারেশনের জ্যন তিনি ভারতে নেওয়ার পরামর্শ প্রদান করেন। ভারতে নিয়ে অপারেশন করতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা প্রয়োজন হবে। এতো গুলো টাকা দিনমুজর বাবা রফিকুল ইসলামের দ্বারা সংগ্রহ করা অসম্ভব।.
মোছাঃ রিনা আক্তার প্যারালাসিস অবস্থায় পড়ালেখা চালিয়ে গেছেন। তিনি এই অবস্থায় এসএসসি ও এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে সফলতার সাথে উর্ত্তিন হন। এই মেধাবী অসহায় শিক্ষার্থীকে বাঁচাতে ও সুস্থ্য করতে সমাজের বিত্ত¡বানদের প্রতি আর্থিক সাহায্যের জন্য তার বাবার আকুল আবেদন।.
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ মোছাঃ রিনা আক্তার,পিতা-মোঃ রফিকুল ইসলাম,মাতা-মোছাঃ সাহেরা বেগম,গ্রাম-বারোকোনা,পোস্ট-ফুলবাড়ী,জেলা-দিনাজপুর। বিকাশ ও নগদ নম্বর-০১৭৮৮০৪২৯২২. .
ডে-নাইট-নিউজ / দিনাজপুর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: