বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনে বিশ্বনাথ থেকে এক মাত্র জিয়া উদ্দিনের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।.
বিশ্বনাথ উপজেলার ৪ নং রামাপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের কৃতিসন্তান মোঃ জিয়া উদ্দিন কক্সবাজারে অনুষ্ঠিত ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করবেন।.
বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন ৫০, ১০০, ১৬১ তিন ক্যাটাগরিতে হয়ে থাকে। টিওবি কর্তৃক এই ইভেন্টে বাংলাদেশের প্রায় ৩ হাজারের অধিক রেজিষ্ট্রেশন কারীদের মধ্যে ১৭০ জনকে সিলেক্টেড করা হয়েছে। তার মধ্যে জিয়া উদ্দিন একজন।.
৫০ কিলোমিটারে ১২০-১৩০ জন সিলেক্টেডের মধ্যে বিশ্বনাথের আমতৈল গ্রামের মোঃ জিয়া উদ্দিন রয়েছেন। উক্ত ইভেন্টে দেশ-বিদেশের ১৭০ জন আল্ট্রা রানার অংশগ্রহণ করবে। মোঃ জিয়া উদ্দিন এর আগে দেশের ভিতরে ১টি আল্ট্রা ২টি ফুল ম্যারাথন এবং ২১ টি হাফ ম্যাথারনে অংশগ্রহণ সম্পন্ন করেছেন।.
জিয়া উদ্দিন দৈনিক জৈন্তাবার্তাকে জানিয়েছেন তার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু ইভেন্টে অংশগ্রহনের অপেক্ষায় আছেন তিনি। ইভেন্টটি ১৯ ও ২০ জানুয়ারি কক্সবাজারের ইনানী বিচ থেকে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানীতে এসে শেষ হবে। তিনি সফলতা ও শারীরিক সুস্থতার জন্য বিশ্বনাথ উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।.
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: