• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ময়মনসিংহে পাঁচ দিন ব্যাপী পিঠা উৎসবের শুরু মঙ্গলবার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম;
ময়মনসিংহে পাঁচ দিন ব্যাপী পিঠা উৎসবের শুরু মঙ্গলবার
ময়মনসিংহে পাঁচ দিন ব্যাপী পিঠা উৎসবের শুরু মঙ্গলবার

আগামী মঙ্গলবার (২২ মার্চ) থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৮। আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।.

দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শন এবং বিক্রি হবে এ মেলায়। প্রতিদিন বিকাল ৩টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এর মাঝে বিকাল ৫টা থেকে নাটক, আবৃত্তি, নৃত্য ও লোকজ সঙ্গীত পরিবেশন হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, ময়মনসিংহ বিভাগ।. .

ডে-নাইট-নিউজ / RJ Tanjid

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ