এই মানুষটির নাম মোঃ রফিকুল ইসলাম রফিক। পিতা মরহুম আব্দুস সোবহান ওরফে ছবুর মাস্টার ছিলেন সরকারি প্রাঃ বিদ্যালয় এর সহকারী শিক্ষক। কালিয়া দামিয়া পাড়া তাঁর জন্মস্থান পৈত্রিক ভিটা। উপজেলা শহর সখিপুরে গড়েছেন নিজস্ব বাড়ি।শিক্ষা জীবন মাধ্যমিক পাশ করেন এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান কাপাডামাম হাইস্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পড়েন মুজিব সরকারি কলেজে।.
শারীরিকভাবে ফিট থাকায় কলেজে পড়াশোনাকালীন বাংলাদেশ সেনাবাহিনী তে চাকরি হয়।সেনাবাহিনীতে চৌকস ও দক্ষতার পারদর্শিতার কারনে সরকার তাকে Rapid Action Battalion, RAB এ পদোন্নতি করেন।খুব সুনামের সহিত চাকরি করছিলেন। কিন্তু বিধির বিধান,না যায় খন্ডন। আকর্ষিক এক ঝড়ে তার চাকুরীটা চলে যায়।.
সেদিন রফিক ও তার পরিবার এমনকি এলাকার সকলেই কমবেশি তার ব্যথায় ব্যথিত হয়েছিল। কিছু করার ছিলোনা। ভাগ্য পরিবর্তনের জন্য রফিক সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাবার আবেদন করে এবং সকল পরীক্ষায় অংশ গ্রহণ করে তাতে সে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়।.
রফিক নিজ এলাকায় দারুণ জনপ্রিয় একজন মানবিক লোক।এলাকার ছোট বড় সকলেই তাকে ভালোবাসে।গরীব ও মেহনতি মানুষের পরম বন্ধু রফিক। এলাকায় বিয়ে শাদি,গরীব ছাত্র ছাত্রীদের লেখা পড়ার জন্যও তার দানের হাত সর্বদা প্রসারিত। রফিক সরকারিভাবে দক্ষিণ কোরিয়া চলে যায়। প্রায় ১৫ বছর রানিং সে দক্ষিণ কোরিয়ায় চাকরিরত।বর্তমানে সে বাংলাদেশী টাকার প্রায় তিন লাখ টাকা বেতন পাচ্ছে। সবই আল্লাহর নীলা খেলা।.
তারুণ্যের প্রতীক হিসেবে রফিক একজন অনন্য নাম। যুবকদের অতি প্রিয় নাম রফিক। এলাকায় স্কুল, কলেজ কিংবা ক্লাব সংগঠনকে রফিক নানাবিধভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকে।বিশেষকরে দামিয়া পাড়া মাটি যুব সংঘ তারই হাতধরে এতদূর। রফিক মাটি যুব সংঘের আজীবন উপদেষ্টা।.
রফিকের স্বপ্ন এলাকায় একটি মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা।পাশাপাশি এলাকায় জনগণ চাইলে আগামীতে ২নং ওয়ার্ড হতে মেম্বার পদপার্থী হিসেবে নির্বাচিত হয়ে নিজেকে বিলিয়ে দিতে চান। আমরা রফিকুল ইসলাম রফিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।আমীন।. .
ডে-নাইট-নিউজ / এস এম বিপল্লব
আপনার মতামত লিখুন: