রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ইউপি সদস্য পদে লড়ছেন বেশিভাগই নতুন মুখ। তাঁদের মধ্যে যুবকের সংখ্যা বেশি। এসব প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন নির্বাচনে আসা প্রার্থীরা। পুরনো কিংবা বর্তমাণ ইউপি সদস্যরা তাঁদের উন্নয়ণ কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ভোটারদের। পোষ্টার-ব্যানারেও প্রচারণার কমতি নেই, ফেসবুকেও প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, প্রার্থীদের কথার ফুলঝুড়িতে নয় সৎ ও যোগ্য প্রার্থীকে তাঁরা ভোট দেবেন।.
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, গ্রামের অলিগলিতে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিরামহীণ প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগে সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণার সময় কথা হয় যাদের সাথে-.
উপজেলার রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে এবার প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ আজাদ (তালা)। জানতে চাইলে তিনি বলেন, “আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষক। আমার বাবা মারা যাওয়ার আগে শেষ ইচ্ছা ছিল তাঁর সন্তানরা যেনো তাঁর মতো জনকল্যাণে কাজ করে। তাই স্বপ্ন বাস্তবায়নে এবং সাধারণ জনগণের কল্যাণে বাবার মতো করেই পাশে থাকতে এবার প্রার্থী হয়েছি।”.
পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী প্রবীর মহাজন হৃদয় (মোরগ)। তাঁর প্রতিদ্বন্ধি আরো দুই প্রার্থী রয়েছে। হৃদয় বলেন,“ এলাকার মানুষের সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকার মানুষ আমাকে নিরাশ করবেন না। ”.
পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন বর্তমাণ প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবুল হাশেম (টিউবওয়েল)। এই ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্ধি প্রার্থী একজন।.
জানতে চাইলে তিনি বলেন, গত নির্বাচনে এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। দীর্ঘদিন মানুষের সেবক হিসেবে কাজ করেছি। সুখেদুখে এলাকার মানুষের পাশে ছিলাম। আশা করি এবারও আমার কাজের মূল্যায়ন করবেন এলাকার লোকজন। ”.
একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক নাজিম মোহাম্মদ লোকমান (আপেল) নির্বাচনে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আরো ৫ প্রার্থী রয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, “ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করার চেষ্ঠা করেছি। নির্বাচনে এলাকার মানুষ অবশ্যই আমাকে রায় দেবেন। আমি আশাবাদী।”.
পারুয়া ইউনিয়নের পাশ্ববর্তী ইউনিয়ন দক্ষিণ রাজানগরের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবদুল কাদের মাষ্টারকেও (তালা) গণসংযোগ পাওয়া যায়।.
একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলমগীর হোসেন বাবু (ফুটবল) প্রচারণা শেষ করে বলেন, পর পর তিনবার এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। চেষ্ঠা করেছেন এলাকার মানুষকে শান্তিতে রাখতে। এবারও তাঁকে ভোটাররা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন , প্রত্যাশা তাঁর।.
ইসলামপুর ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য আজিজুর রহমান তালুকদার (ফুটবল) এবারও নির্বাচন করছেন। তাঁর ওয়ার্ডের উন্নয়ণ কর্মকান্ড অব্যাহত রাখতে তাঁকে ভোট দিতে ভোটারের প্রতি আহবান জানান।. .
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী
আপনার মতামত লিখুন: