• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজধানীর কোতয়ালী থানা এলাকা হতে র‌্যাবের অভিযানে বিদেশী ঔষধসহ ১জন গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৩ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৯:৪২ পিএম;
রাজধানীর কোতয়ালী থানা এলাকা হতে র‌্যাবের অভিযানে  বিদেশী ঔষধসহ ১জন গ্রেফতার
রাজধানীর কোতয়ালী থানা এলাকা হতে র‌্যাবের অভিযানে বিদেশী ঔষধসহ ১জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন কালোবাজারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।.

এরই ধারাবাহিকতায় ২২ আগস্ট আনুমানিক ১৮:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ৬,৪০১ (ছয় হাজার চারশত এক) পিস বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ১সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইদুল ইসলাম সানি (২০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ১,১০০/- (এক হাজার একশত) টাকা উদ্ধার করা হয়।.

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। সে বেশকিছুদিন যাবৎ অবৈধভাবে বিদেশী বিভিন্ন কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / কাজী আহসান উল্লাহ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ