• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে জলদস্যু বাহিনীর হামলা, ব্যবসায়ীসহ ছয়জনকে কুপিয়ে জখম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩২ পিএম;
রামগতিতে, জলদস্যু বাহিনীর হামলা, ব্যবসায়ীসহ ছয়জনকে, কুপিয়ে জখম
রামগতিতে জলদস্যু বাহিনীর হামলা, ব্যবসায়ীসহ ছয়জনকে কুপিয়ে জখম

 লক্ষ্মীপুরের রামগতিতে মাছঘাট দখল নিয়ে জলদস্যুবাহিনীর হামলায় এক ব্যবসায়ীসহ ছয়জনকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার উপজেলার টাংকির খাল মাছ ঘাট এলাকায় মেঘনার কুখ্যাত জলদস্যু ফরিদ বাহিনীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর  আহত টাংকির খাল মাছঘাটের সভাপতি আবদুর রব ব্যাপারী, জামশেদ, ইদ্রিস, মোতাহার মাঝি ও  মোস্তফাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙকা জনক বলে জানা গেছে।.

  .

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর টাংকির খাল মাছঘাট দখলে নিতে  মেঘনার কুখ্যাত  জলদুস্যু বাহিনী প্রধান ফরিদ উদ্দিন মেম্বার ও তার অনুসারী ফখরুল ইসলাম ফখরা ঘাটের সভাপতি আবদুর ব্যাপারীকে এলাকা ছাড়া করেন।  দীর্ঘ পাঁচ মাস পর মঙ্গলবার আদুররব ব্যাপারী ওই মাছঘাটে আসলে ফরিদ মেম্বারের ছেলে জীবনের নেতৃত্বে ফরিদ ও ফখরুল ইসলাম ফখরার ১৫ থেকে ২০ জনের একটি বাহিনী হামলা চালায়। এসময় হামলাকারীরা আবদুর রব ব্যাপারীসহ তার সাথে থাকা জামশেদ, ইদ্রিস, মোতাহার মাঝি ও  মোস্তফাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা  গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।.

 .

এব্যাপারে ফরিদ মেম্বারের মোবাইল ফোনে (০১৮২৫-১০৯২১৪) একাধিক.

.

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ