লক্ষ্মীপুরের রামগতিতে মাছঘাট দখল নিয়ে জলদস্যুবাহিনীর হামলায় এক ব্যবসায়ীসহ ছয়জনকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার উপজেলার টাংকির খাল মাছ ঘাট এলাকায় মেঘনার কুখ্যাত জলদস্যু ফরিদ বাহিনীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত টাংকির খাল মাছঘাটের সভাপতি আবদুর রব ব্যাপারী, জামশেদ, ইদ্রিস, মোতাহার মাঝি ও মোস্তফাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙকা জনক বলে জানা গেছে।.
.
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর টাংকির খাল মাছঘাট দখলে নিতে মেঘনার কুখ্যাত জলদুস্যু বাহিনী প্রধান ফরিদ উদ্দিন মেম্বার ও তার অনুসারী ফখরুল ইসলাম ফখরা ঘাটের সভাপতি আবদুর ব্যাপারীকে এলাকা ছাড়া করেন। দীর্ঘ পাঁচ মাস পর মঙ্গলবার আদুররব ব্যাপারী ওই মাছঘাটে আসলে ফরিদ মেম্বারের ছেলে জীবনের নেতৃত্বে ফরিদ ও ফখরুল ইসলাম ফখরার ১৫ থেকে ২০ জনের একটি বাহিনী হামলা চালায়। এসময় হামলাকারীরা আবদুর রব ব্যাপারীসহ তার সাথে থাকা জামশেদ, ইদ্রিস, মোতাহার মাঝি ও মোস্তফাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।.
.
এব্যাপারে ফরিদ মেম্বারের মোবাইল ফোনে (০১৮২৫-১০৯২১৪) একাধিক.
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)
আপনার মতামত লিখুন: