• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামুর দক্ষিণ মিঠাছড়ির প্রবাসীদের নিয়ে কেন্দ্রীয় কমিটি ঘোষণা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:৩৮ পিএম;
রামুর দক্ষিণ মিঠাছড়ির প্রবাসীদের নিয়ে কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রামুর দক্ষিণ মিঠাছড়ির প্রবাসীদের নিয়ে কেন্দ্রীয় কমিটি ঘোষণা

৬ নভেম্বর ভার্চুয়াল সভায় সবার মতামতের ভিত্তিতে দুই বছরের (২০২১-২০২২) জন্য নতুন এই কমিটি অনুমোদন হয়েছে। .

পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:.

সভাপতি- মোঃ রবিউল আলম খাঁন (মালয়েশিয়া).

সহ সভাপতি- মোঃ রফিকুল ইসলাম (সৌদি আরব).

সাধারণ সম্পাদক- মোঃ আবদুস সবুর খাঁন (মালয়েশিয়া).

সহ সাধারণ সম্পাদক- মঈন উদ্দিন মাহী (সৌদি আরব).

সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আমান উল্লাহ (মালয়েশিয়া).

সহ সাংগঠনিক সম্পাদক- মুফিজুর রহমান (মালয়েশিয়া).

ধর্ম বিষয়ক সম্পাদক- মৌলানা সিরাজুল হক (মালয়েশিয়া).

অর্থ সম্পাদক- মোঃ হানিফ (কাতার).

সহ অর্থ সম্পাদক- মোঃ মাহবুব (মালয়েশিয়া).

প্রচার প্রকাশনা সম্পাদক- মোঃ জিয়া উদ্দিন (মালয়েশিয়া).

সহ প্রকাশনা সম্পাদক- ফরিদুল আলম (কাতার).

দপ্তর সম্পাদক- হাফেজ মুহাম্মদ ওসমান (মালয়েশিয়া).

সহ দপ্তর সম্পাদক- মোহাম্মদ হাছান (ওমান).

আইন বিষয়ক সম্পাদক- মোহাম্মদ কামাল (সৌদি আরব).

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ কাশেম (সৌদি আরব).

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান (দুবাই).

আপ্যায়ন সম্পাদক- সালামত উল্লাহ (মালয়েশিয়া).

সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ আলাউদ্দিন (মালয়েশিয়া)। .

ফোরামের সভাপতি মোহাম্মদ রবিউল আলম খাঁন বলেন- রামু দক্ষিণ মিঠাছড়ির বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসিদের নিয়ে “দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরাম” (DMPF) গঠিত হয়েছে। ফোরামটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যে কোন মানুষের দুঃসময়ে পাশে থাকবে। সাধ্যেমতো মানবিক সহায়তায় এগিয়ে যাবে। .

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সামাজিক নানা বিষয়ে প্রবাসী ফোরাম কাজ করবে, ইনশাআল্লাহ। মহতি যাত্রায় সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। .

উল্লেখ্য, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়ায় অবস্থানরত দক্ষিণ মিঠাছড়ি প্রবাসীদের নিয়েই  “দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরাম” (DMPF) নামক এই সামজিক  সংগঠন। গত ২৩ জুন (২০২১) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।  .

কমিটিতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ রবিউল আলম আহবায়ক, মোঃ আব্দুস সবুর খান সিনিয়র যুগ্ম আহবায়ক, রেজাউল করিম মিছবাহ সদস্য সচিব এবং মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আমান, নেজাম খান (নয়ন), মঈন উদ্দীন (মাহি) ও মুছা রুহুল্লাহ এই ৫জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছিল। সদস্য ছিলেন- মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সিরাজুল।. .

ডে-নাইট-নিউজ / ,,    ইমরান উদ্দীন স্টাফ রিপোর্টার,, 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ