• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করতে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫৩ পিএম;
রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করতে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান
রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করতে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান

বিশ্বনাথ টু খাজাঞ্চি- কামালবাজার রাস্তার বিশ্বনাথ টু রামধানা অংশের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রয়োজন প্রসঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ও উপজেলার জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।.

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, চলতি বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো কাজ শুরু করলেও ধীরগতির কারণে সময়সীমা পেরিয়ে যাচ্ছে। রাস্তায় কংক্রিট ফেলে রাখায় চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি সহ নানাবিধ ঝুঁকিতে যাতায়াত করছেন এলাকাবাসী। .

১৮ই ডিসেম্বর সোমবার উপজেলার দুই শতাধিক ব্যাক্তির স্বাক্ষরিত স্মারকলিপি ইউএনও অফিসে হস্তান্তর করেন এলাকার বিশিষ্টজনেরা।.

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গুরুত্বপূর্ণ এলাকার জনদুর্ভোগ লাগবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।.

এসময় উপস্থিত ছিলেন কাজী মাও: আব্দুল ওয়াদুদ, নিকাহ ও তালাক রেজিস্ট্রার ৩নং অলংকারী ইউনিয়ন। বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার হিরন মিয়া, প্রাক্তন শিক্ষক আলতাবুর রহমান, মাও: আব্দুল হেকিম, ব্যবসায়ী ছায়াদ মিয়া, মো: লিয়াকত আলী, মিজানুর রহমান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম তুহেম সহ ঐ রাস্তার উপকারভূগী এলাকাবাসী।.

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মো: আবু সাঈদ বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসরাত বিল্ডার্স এর কঠোর সমালোচনা করেন এসময় এবং  এলাকাবাসীকে ধর্য্য ধরার আহবান জানান। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেন এলাকাবাসীকে।. .

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ