• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রায়পুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা: মাইক ভাঙচুর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম;
রায়পুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা: মাইক ভাঙচুর
রায়পুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা: মাইক ভাঙচুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর (সদর আংশিক) আসনে ঈগল প্রতিকের সতন্র প্রার্থী সেলিনা ইসলাম (এমপি) এর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মাইক ভাংচুর এর অভিযোগ উঠেছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় এহামলার ঘটনা ঘটে।.

বিষয়টি নিশ্চিত করেন সতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের প্রচারণার দায়িত্বে থাকা অটো চালক। তিনি বলেন, ঈগল প্রতিকের প্রচারণা করার সময় একদল সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। গাড়ি ও মাইক ভাংচুর করে। তারা নৌকা মার্কার সমর্থক।.

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন মনিটরিং কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূইঁয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে লিখিত ভাবে জানাবো।.

এবিষয়ে সেলিনা ইসলাম বলেন, আজকে বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় আমার ঈগল প্রতিকের প্রচারণা চালানোর সময় একদল সন্ত্রাসী প্রচারণার গাড়ি ও মাইক ভাংচুর করে। আমার কর্মীকে মারধোর করে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।. .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ