• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২০ এএম;
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লক্ষ্মীপুরে মেঘনা উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে লায়ন্স ক্লাব অব বাংলাদেশের ব্যানারে কমলনগর উপজেলার হাজিরহাট ও নদী তীরবর্তী নবীগঞ্জ বাজারে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।.

 .

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের জেলা-৩১৫ বি-২ এর গভর্নর আহাম্মদুজ্জামান, ফাস্ট ভাইস গভর্নর শাহাদাত হোসেন, পিডিজি এবিএম আনোয়ারুল বাসেত, রিজওনাল চেয়ারপারসন জাফর ইকবাল, একেএম নেয়ামত উল্লাহ বাবু, শেখ কামাল, মাসুম বিল্লাহ, প্রাক্তন ট্রেজারার এইচ এম নুরুল হক, ব্যবসায়ী আব্দুল করিম, রিজিওনাল চেয়ারপারসন আ.হ.ম মোশতাকুর রহমান, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির প্রেসিডেন্ট হাবিবুর রহমান সবুজ, ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন মাহমুদ, লায়ন্স ইসমাইল হোসেন, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, রাজু আহমেদ ও মাকছুদুর রহমান প্রমুখ।.

 .

জানা গেছে, লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা। এতে যে কোন প্রাকৃতিক দূর্যোগে এ জেলার রামগতি ও কমলনগর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল তান্ডব চালিয়ে এ দুই উপজেলায় ক্ষত চিহ্ন রেখে গেছে। অর্ধ-শতাধিক মানুষের বাড়ি-ঘর ভেঙে তছনছ হয়ে যায়। এছাড়া নদীর অব্যাহত ভাঙনে বিস্তির্ণ জমি তলিয়ে গেছে। এতে অনেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছে।.

 .

লায়ন্স ক্লাবের জেলা-৩১৫ বি-২ এর গভর্নর আহাম্মদুজ্জামান বলেন, রিমেলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলায় আমরা এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এরমধ্যে লক্ষ্মীপুরের কমলনগরে প্রায় ৪০০ পরিবারকে চাল-ডালসহ বিভিন্ন ধরণের খাদ্যপণ্য দেওয়া হয়েছে।.

 .

ক্লাবের ফাস্ট ভাইস গভর্নর শাহাদাত হোসেন বলেন, লাইন্স ক্লাব আন্তর্জাতিক সেবা সংগঠন। বিশ্বের প্রায় ২০০ দেশে ক্লাবের উদ্যোগে মানব সেবায় কাজ করা হচ্ছে। পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি।.

 .

রিজিওনাল চেয়ারপারসন আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা কমলনগরে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এরআগেও সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ড করেছে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটি। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ