• ঢাকা
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে বিএনপির দোয়া


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:১২ পিএম;
লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে বিএনপির দোয়া
লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে বিএনপির দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২০১৩ সালের ১২ ডিসেম্বর দিনব্যাপী র‌্যাবের নির্বিচারে গুলিতে বিএনপি-জামায়াতের ৪ জন নেতাকর্মী খুন ও গুম হয়। আহত হয় শতশত নেতাকর্মী। তাদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।.


শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর চক বাজার জামে মসজিদে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

উল্লেখ্য: ২০১৩ সালের ১২ ডিসেম্বর সকালে বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুর বাস ভবনে র‌্যাব-১১ হানা দেয়। ওইসময় র‌্যাব সদস্যরা তার পায়ে গুলি করে। বিষয়টি শহর জুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলেদলে বিক্ষোভ মিছিল নিয়ে সাবু বাসভবনের দিকে রওনা দেয়। র‌্যাব সদস্যরা চক বাজার মসজিদ এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি বর্ষণ করে। তখন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে র‌্যাব তাদের গাড়িতে করে তাকে নিয়ে যায়। আজও জুয়েলের পরিবার জানে না জুয়েল জীবিত না মৃত। সেদিন র‌্যাবের গুলিতে যুবদল নেতা মাহবুব, শিবির কর্মী শিহাব ও সুমন নামে এক যুবক নিহত হয়। গুলিতে এক-পা হারান ছাত্রদল নেতা নেছার উদ্দিন। আহত হয় শতশত বিএনপির নেতাকর্মী। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা র‌্যাব সদস্যদের ধাওয়া করলে জেলা পুলিশ লাইন্স গিয়ে র‌্যাব-১১ সদস্যরা আশ্রয় নেয়। পরে ঢাকা থেকে হেলিকপ্টার এসে র‌্যাব সদস্যদের উদ্ধার করে। পরেরদিন ১৩ ডিসেম্বর রাতে জেলা জামায়াতের নায়েবের আমির ডাক্তার ফয়েজকে হত্যা করে তার লাশ ছাদ থেকে ফেলে দেয়।

চলতি বছরে ১৭ অক্টোবর সাহাব উদ্দিন সাবু বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মামলার প্রধান আসামি করে মোট ৩৫ জনের নাম উল্লেখ করে সুবিচার পেতে একটি মামলা দায়ের করেন লক্ষ্মীপুর সদর কোর্টে।
.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ