লক্ষ্মীপুরের কমলনগরে বাসদের লাল পতাকা মিছিল
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম; লক্ষ্মীপুরের কমলনগরে বাসদের লাল পতাকা মিছিল
কমলনগরে বাসদের লাল পতাক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কমলনগর উপজেলা সদর হাজিরহাটে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন, দলটির কমলনগর উপজেলা আহবায়ক ইব্রাহীম খলিল, সদস্য সচিব কমরেড ফিরোজ আলম, শ্রমিক নেতা আবু তাহের ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ মোশারেফ। সভাটি সঞ্চালনা করেন,বাসদের জেলা কমিটির সদস্য এডভোকেট আবু ওবায়েদ দিদার।
.
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) :
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: