একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।.
শহরকে সৌন্দর্যবর্ধন করতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভার সম্মুখ গেটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।.
এসময় ফুলবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর হারান দত্ত, কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, কাউন্সিলর মাজেদুর রহমান মাজেদসহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।.
পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, (১) ২০২১-২২ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় পৌরশহরকে সৌন্দর্যবর্ধন করতে পৌরএলাকায় ৩০০টি ফুল, ফল ও ঔষুধী গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঠিকাদারের মাধ্যমে গাছের চারাগুলো রোপণ করা হবে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: