• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শৈলকুপায় ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত ব্যক্তির মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম;
শৈলকুপায়,  ঝগড়া থামাতে,  গিয়ে হামলায়,  আহত ব্যক্তির মৃত্যু
শৈলকুপায় ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ঝগড়া থামাতে গিয়ে হামলায় আহত বাদশা মোল্যা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হামলার ঘটনাটি শুক্রবার বিকালে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের দীঘলগ্রামে। এ সময় বাদশা মোল্যা সহ আরো সাত ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে বাদশাকে গুরুত্বর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে তার মৃত্যু হয়। বাদশার মৃত্যুর খবর গ্ৰাম পৌঁছালে প্রতিপক্ষের তিনটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দীঘলগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃত বাদশা মোল্যার ভাই মিরাজ মোল্যা জানান, পূর্বশত্রুতা ও গরু চুরির ঘটনা নিয়ে দীঘলগ্রামের বাহারুল মোল্যা ও রহিম মোল্যার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। .

 .

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ( ৬ ডিসেম্বর) বিকালে বাহারুলের স্ত্রী রীনা খাতুনের সাথে রহিম মোল্যার পরিবারের ঝগড়া বাঁধে। এ সময় বাদশা মোল্যাসহ তার পরিবারের সদস্যরা বাহারুল ও রহিমের স্ত্রীদের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করতে থাকে। ঝগড়ার মাঝে হঠাৎ রহিম মোল্যা (৫০) ও তার ছেলে টিপু মোল্যা (৩৫), টিটুল মোল্যা (৩২), মিটুল মোল্যা (৩০) ও একই গ্রামের নুর ইসলাম (৩২), মজনু মোল্যা(৪৫) ও বিল্লাল হোসেন (৩৫) জোট বদ্ধ হয়ে বাদশা মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। এঘটনায় আহত হয় আরো সাত ব্যক্তি। আহত বাদশাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ সোমবার তার মৃত্যু হয় বলে জানান বাদশার ভাই মিরাজ মোল্যা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, শুক্রবার বিকালে শৈলকুপার দীঘলগ্রামে দুই প্রতিবেশীর ঝগড়ার ঘটনায় হামলায় আহত বাদশা মোল্যা নামের এক ব্যক্তির চিকিৎিসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মৃত্যু  হয়েছে। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হত্যা মামলায় রুপ নেবে বলে জানান। দীঘলগ্রামে হামলা ও মৃত্যু পরবর্তী ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ