• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সাংবাদিকতা করে কি পেয়েছি আর কিইবা পাবো!


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম;
সাংবাদিকতা করে কি পেয়েছি আর কিইবা পাবো!
সাংবাদিকতা করে কি পেয়েছি আর কিইবা পাবো!

আমি মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব ওরফে সাদিক বিপ্লব বলছি ;.

আমার লেখা লেখি বলি আর সাংবাদিকতাই বলি তাও প্রায় ৩০ ত্রিশ বছর রানিং। এখন কোন পত্রিকার সাংবাদিক এটা কোন পরিচয় নয় বরং আমি নিজেই একটা সাংবাদিকতার ইনস্টিটিউট। কেননা ত্রিশ বছর রানিং সাংবাদিকতার এই লং জার্নিতে অনেক দেখেছি, অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা।.

কি পেয়েছি সাংবাদিকতা করে! যদি অর্থনৈতিক মূল্যায়নে আসি তাহলে বলবো ০০। কেননা আমাদের বাংলাদেশের প্রায় ৯০ভাগ সাংবাদিকগণ বিনা বেতনে সাংবাদিকতা করেন।শুধুমাত্র সামাজিক মর্যাদা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই আজো চালিয়ে যাচ্ছেন সাংবাদিকতা।.

মাঝে মাঝে ক্রাইম সংক্রান্ত নিউজ গুলোর জন্য সাংবাদিকগণেরা হয়রানি কিংবা মানহানির মামলায় অভিযুক্ত হয়ে বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছেন। তারপরও থেমে থাকেনি সাংবাদিকদের সাংবাদিকতা। চলছে চলবেই। .

আমার ত্রিশ বছরের সাংবাদিকতায় অনেক নামীদামী প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং পাশাপাশি অনলাইন মিডিয়ায় কাজ করেছি। .

তন্মধ্যে ; দৈনিক ইনকিলাব এর শিক্ষা পাতায়। .

দৈনিক দিনকাল এ সাংগঠনিক নিউজ। .

দৈনিক খবর ও তার গ্রুপে সখীপুর উপজেলা প্রতিনিধি।.

দৈনিক মুক্ত কন্ঠ এ সখীপুর উপজেলা প্রতিনিধি। .

দৈনিক প্রথম আলোতে বিজ্ঞাপনে।.

দৈনিক সমকালে বিজ্ঞাপনে ও সাংগঠনিক নিউজ এ।.

দৈনিক যুগান্তরে ক্রাইম মঞ্চ বিভাগে।.

আর বর্তমানে আছি দৈনিক ভোরের বাণী পত্রিকায়। দৈনিক ভোরের বাণী পত্রিকা সরকারি নিবন্ধনকৃত একটি পুরানো ও প্রথম শ্রেণির জাতীয় দৈনিক। যার প্রতিষ্ঠার ত্রিশ বছর পেরিয়ে। আর পাশাপাশি জনপ্রিয় অনলাইন নিউজ ডে নাইট নিউজ এ আছি বিশেষ প্রতিনিধি হিসেবে। ডে নাইট মিডিয়া গ্রুপের নিউজ ডে নাইট নিউজ যা একটি সরকারী লাইসেন্স প্রাপ্ত অনলাইন। .

আর পূর্বে ইলেকট্রনিক মিডিয়ার সহযোগী হিসেব কাজ করেছি বিটিভিসহ অসংখ্য টেলিভিশনে। যা এখনো চলমান।.

পরিশেষে বলবো, এত অভিজ্ঞতা আর দীর্ঘ জার্নির আমার সাংবাদিকতা সফলতা বলতে কিছুই নাই । আমি এখনো শিখছি। কেননা জানার কোন শেষ নেই, শেখার কোন বয়স নেই। তাই প্রতিনিয়ত পথ চলছি আর চেষ্টা করছি, নতুন কিছু জানার, নতুনভাবে নতুন কিছু শেখার। ধন্যবাদ সকলকে। .

চলবে.... .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ