• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় আর-রাহমান ট্রাস্টের কোরআন সহ উপকরণ প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:১৫ এএম;
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় আর-রাহমান ট্রাস্টের কোরআন সহ উপকরণ প্রদান
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় আর-রাহমান ট্রাস্টের কোরআন সহ উপকরণ প্রদান

'মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে"এ স্লোগান কে সামনে রেখে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-রহমান এডুকেশন ট্রাস্ট দেশে বিদেশে মানব ও সামাজিক উন্নয়নে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এযাবৎ ট্রাস্টের উল্লেখযোগ্য অসংখ্য কার্যক্রম সম্পন্ন হয়েছে তার মধ্যে রয়েছে গৃহ নির্মাণ, শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল প্রদান, শিক্ষা উপকরণ, বিবাহ অনুদান, বৃত্তি প্রদান, ত্রাণ বিতরণ সহ অসংখ্য কার্যক্রম। .

তারই ধারাবাহিকতায় আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছির গ্রামের নব প্রতিষ্ঠিত শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে মহাগ্রন্থ আল কোরআন, ছোট্ট শিশুদের মধ্যে 'কায়দা' ও আম-পারা বিতরণ করা হয়েছে। .

আজ ২৪ শে ডিসেম্বর ২০২১ইং রোজ শুক্রবার বাদ জুম্মা বিকেল আড়াই ঘটিকায় যুক্তরাজ্য প্রবাসী হাজী গোলাম মাহমুদের, (যুক্তরাজ্যের লুটন এর বাসিন্দা) আর্থিক সহযোগিতায়, আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের ব্যবস্থাপনায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামে শাহে কদমি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসকল পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।.

এসময় আবাসিক ছাত্রদের মধ্যে শীতের কম্বলের জন্য নগদ এক হাজার টাকা ও প্রদান করা হয়েছে মাদ্রাসা পরিচালক হাফেজ নুর আহমদ আল কদমীর হাতে। কোরআন বিতরণের পর তাবারুক বিতরণ করা হয়। .

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দারুল মা'আরিফ ইসলামীয়া রিসার্চ সেন্টার কান্দি গ্রামের পরিচালক, তাফসীরে উম্মুল কোরআন গ্রন্থের লেখক ও বহু গ্রন্থ প্রণেতা, সাংবাদিক হযরত মাওলানা আব্দুল হাই জিহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের উপদেষ্টা কমিটির সদস্য হাজী সোনাফর আলী।.

মাদ্রাসার পরিচালক হাফিজ নুর আহমদ আল কদমী'র সভাপতিত্বে ডে-নাইট নিউজের সিলেট প্রতিনিধি, জাতীয় দৈনিক দেশ সেবা পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, আর-রহমান এডুকেশন ট্রাস্টের স্থায়ী সদস্য আবিদুর রহমান, মোস্তাকিবুর রহমান, হাফিজ মাহমুদুর রহমান ও মোহাইমিন আহমদ, যুবলীগ নেতা আবুল বশর, পাকিছির গ্রামের বিশিষ্ট মুরব্বি, মজম্মিল আলী, নওরোজ আলী, ইসমত আলী, সাদক আলী। মাদ্রাসার ছাত্র জামাল আহমদ, সাহেল আহমদ, হাফিজুল্লাহ মামুন, মাহফুজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া সিলেট প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ