সিলেটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি তথা বিশ্বনাথ উপজেলার রাস্তাঘাট, মানুষের জানমাল, কৃষি ও কৃষকের ক্ষতিসহ বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর। .
বুধবার ২৯ জুন সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারস্থ তার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।.
মতবিনিময় সভায় শংকর চন্দ্র ধর বলেন, বন্যা শুরুর খবর পাওয়ার পর থেকে নিজেদের অবস্থান থেকে জনগণের পাশে থেকে যথাসাধ্য সাহায্য ও সহযোগীতা করে যাচ্ছি। সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যামে সমাজের সব খবর জাতির সামনে ফুটে ওঠে। আপনারা বন্যা পরবর্তী খাজাঞ্চি তথা বিপর্যস্ত বিশ্বনাথের চিত্র জাতির সামনে তুলে ধরুন।.
তিনি আরো বলেন, আমাদের সকল কাজে আপনাদের (সাংবাদিক) সার্বিক সহযোগীতার প্রয়োজন রয়েছে।.
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সাংবাদিক শায়েস্তা মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, আব্দুল কাইয়ুমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।.
ডে-নাইট-নিউজ / সিলেট প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: