• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সুনামগঞ্জের তিন হাজার বন্যার্ত পরিবারে বন্দি পাঠশালার ত্রাণ সহায়তা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম;
সুনামগঞ্জের তিন হাজার বন্যার্ত পরিবারে বন্দি পাঠশালার ত্রাণ সহায়তা
সুনামগঞ্জের তিন হাজার বন্যার্ত পরিবারে বন্দি পাঠশালার ত্রাণ সহায়তা

বুধবার (২৩ জুন) বন্যা দুর্গত সুনামগঞ্জে ত্রাণ সহায়তা নিয়ে যায় বন্দি পাঠশালা টিম। জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সহ আশেপাশের দুর্গম এলাকায় পৌঁছে দেয় শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র। দিনের শেষাংশে কয়েকটি আশ্রয়কেন্দ্রেও সামগ্রী বিতরণ করে এই টিম। সব মিলিয়ে আজকে তিন হাজার পরিবারে ত্রাণ সহায়তা করা হয়।  প্রতি প্যাকেটে চিড়া, গুড়, চিনি, খেজুর, বিস্কুট, মোমবাতি, গ্যাসলাইটার, স্যালাইন, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন ছিল। এখানে প্রায় ৩০০০ পরিবার। বন্দি পাঠশালা টিমের সাথে স্বেচ্ছাসেবক ছাড়াও দুজন চিকিৎসক ছিলেন। সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক রেজওয়ান এবং আরেকজন ভেটেরিনারি চিকিৎসক সিজার উপস্থিত ছিলেন।.

বন্দি পাঠশালা টিম এর আগে দুদিনে সিলেটে প্রায় দশ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে। তারা জানিয়েছে, কুড়িগ্রাম এবং নেত্রকোণাতেও পৌঁছাবে তাদের এই মানবিক সহায়তা। উল্লেখ্য, বন্দি পাঠশালা দেশের অন্যতম শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম। বিগত তিন বছর যাবৎ বিনামূল্যে ক্লাস করিয়ে যাচ্ছে দেশের কয়েক লক্ষ শিক্ষার্থীদের।. .

ডে-নাইট-নিউজ / RJ Tanjid

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ