সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন,নিজের পকেট থেকে টাকা দিয়ে উন্নয়ন করার লোক যেমন আমাদের সমাজে আছে, তেমনি পকেট কাঁটা লোকও আছে। আমরা ভূল করে পকেটমারদেরও নির্বাচিত করি।পকেটচোর দূর্নীতিবাজদের রুখতে আমাদেরকে সচেতন হতে হবে। এজন্য প্রয়োজন সুশিক্ষার।স্কুলে ছাত্রছাত্রীদেরকে সেই সুশিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও এলাকার সচেতন মানুষদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। .
বুধবার ২ রা মার্চ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দু'তলা নতুন ভবনের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোল্লেখিত কথাগুলো বলেন তিনি।এ সময় উপস্থিতিদের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন সাংসদ মোকাব্বির খান। .
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার গিয়াস উদ্দিন সোহাগের সভাপতিত্বে শিক্ষক রফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গনি।আরো বক্তব্য রাখেন,ইউপি সদস্য হাবিবুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথি রানী তালুকদার।সংগঠক সাজিদুর রহমান সুহেল,বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য হাজী মানিক মিয়া।শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির উদ্দীন। .
এ সময় উপস্থিত ছিলেন,প্রবীণ মুরব্বি আব্দুল করীম, হাবিবুর রহমান, আবু সাঈদ,মোস্তাক আহমদ মুস্তফা,শিক্ষক বদরুল হোসেন, মোস্তাফিজুর রহমান, বীনা রানী তালুকদার, শাহ আলম খোকন,সিরাজুল ইসলাম, মতসিন আলী,আবদুল খালিক,ইন্তাজ আলী,আজফর আলীসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ। .
অনুষ্ঠানে সাংসদ মোকাব্বির খান খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী ও নব নির্বাচিত সদস্য হবিবুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।.
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া,
আপনার মতামত লিখুন: