• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সৌদি আরবে প্রথমবারের মতো খোলা হচ্ছে মদের দোকান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৯ এএম;
সৌদি আরবে প্রথমবারের মতো খোলা হচ্ছে মদের দোকান
সৌদি আরবে প্রথমবারের মতো খোলা হচ্ছে মদের দোকান

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো একটি মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশটির দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।.

একটি নথির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মদের দোকান খোলা হলেও এখান থেকে সবাই মদ কিনতে পারবেন বিষয়টি এমন নয়। মূলত দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। বলা হচ্ছে, মুসলিম নন, এমন কূটনীতিকেরাই শুধু ওই দোকান থেকে মদ সংগ্রহ করতে পারবেন।.

নথিতে উল্লেখ আছে, ওই দোকান থেকে মদ সংগ্রহ করার জন্য গ্রাহকদের প্রথমেই একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। পরে তাঁরা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পাবেন। অনুমোদিত ব্যক্তিরা মাসে সর্বোচ্চ কী পরিমাণ মদ সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়টিও মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হবে এবং বেঁধে দেওয়া এই কোটাকে সম্মান করতে হবে।.

নতুন মদের দোকানটির অবস্থান হবে রিয়াদের কূটনৈতিক পাড়ায়। ওই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ছাড়াও কূটনীতিকেরা থাকেন। শুধু অমুসলিমদের জন্যই দোকানটি ‘কঠোরভাবে সীমাবদ্ধ’ থাকবে বলা হয়েছে নথিতে। তবে কূটনীতিক ছাড়া অন্যান্য অমুসলিম প্রবাসী ওই দোকানে প্রবেশাধিকার পাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। .

নতুন পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।.

উল্লেখ্য, ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী, সৌদি আরবে মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এই আইন অমান্য করলে শত শত বেত্রাঘাত, নির্বাসন, জরিমানা বা কারাদণ্ডের মতো শাস্তিও হতে পারে। এই আইন অমান্য করে ইতিপূর্বে সেখানে প্রবাসীরাও নির্বাসনের মুখোমুখি হয়েছেন। সংস্কারের অংশ হিসেবে, বেত্রাঘাতের পরিবর্তে কেউ চাইলে কারাদণ্ড ভোগ করতে পারেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ