গত ১ মার্চ থেকে মালেয়শিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হয়। এরপর থেকে এসব শ্রমকিকে ফেরত পাঠানো হয়। .
গতকাল বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বরাতে বিভ্ন্নি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।.
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া। এই কর্মসূচির আওতায় গত ২০ দিনে ১১ হাজার ৯৪৩ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।.
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত মোট ১৬ হাজার ৮২৪ জন নথিবিহীন অভিবাসী নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। নিবন্ধনকৃতদের মধ্যে ১২ হাজার ৪৯৫ জন পুরুষ, ৩ হাজার ৭২৮ জন নারী, ৩১০ জন তরুণ এবং ২৯১ জন তরুণী রয়েছেন।.
দেশটির এই কর্মকর্তা বলেন, কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক ৭ হাজার ৭৮২ জন ইন্দোনেশিয়ার নাগরিক নিবন্ধন করেছেন নিজ দেশে ফেরত যাওয়ার জন্য।.
তিনি বলেন, এই তালিকায় ২য় স্থানে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থানরত ২ হাজার ৫৩০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছিলেন। এরপরই ভারতের ২ হাজার ৪৫৪ জন এবং পাকিস্তানের ১ হাজার ৬১৭ জন নাগরিক কর্মসূচিতে নিবন্ধন করেন।.
রুসলিন জুসোহ বলেন, আমরা এই কর্মীদের কাউকে আটক করিনি। আমরা তাদের আশ্রয়কেন্দ্রে জায়গা দিয়েছিলাম। কারণ তারা অভিবাসন আইনে কোনও অপরাধ করেননি।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: