"নিজের ঢোল নিজেই পিটাই".
পর্ব ০৩.
জীবনের বাস্তব কিছু ঘটনার অভিজ্ঞতার আলোকে মাঝে মাঝে ফেসবুকে লিপিবদ্ধ করি শুধু মাত্র স্মৃতিময় মুহূর্তগুলোকে ফ্রেমে বেঁধে সংরক্ষিত করে রাখার জন্য। "কেননা দিন যায় কথা থাকে"।.
আজ ১৪ই নভেম্বর রোজ সোমবার বি এ এফ শাহীন কলেজ পিকেপির নিয়মিত ও মেধাবী ছাত্রী আমার মেয়ে জান্নাতুল মাওয়া বিন্তীর চুড়ান্ত নির্বাচনী পরীক্ষার ফলাফল পেলাম। বিজ্ঞান বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাত্র ০৩ জন পেয়েছে জিপিএ ০৫ আর আমার মামনি পেয়েছে জিপিএ ৪.০৬।.
দুমাস কানের অপারেশনের জন্য মেয়েটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চুড়ান্ত নির্বাচনী পরীক্ষার দুদিন আগে বাসায় এসে তেমন কোন প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় অংশ গ্রহণ করে। তারপরেও আলহামদুলিল্লাহ, আমি খুশি। কিন্তু প্রত্যয়ন পত্র কিংবা এ সংক্রান্ত অফিসিয়াল বিড়ম্বনা গুলো প্রতিটি বাবা নামক গার্ডিয়ানদের দারুণভাবে কষ্ট দেয় এবং অর্থনৈতিক ক্ষতিরও কারন। কেননা বাবারা বসে থাকেনা। তাঁদের অনেক কাজ থাকতে পারে।.
সকলের কাছে দোয়া প্রার্থী ; আমার মামনি যেন সুস্বাস্থ্যতা নিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এস. এস. সি পরীক্ষায় অংশ গ্রহণ করে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারে। আল্লাহ পাক যেন সকলের মঙ্গল করেন, আমীন।.
লেখক;.
সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি. এ & বি. এস. এস. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি. এ & বি. এস. এস
আপনার মতামত লিখুন: