• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম;
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে সরেশ চন্দ্র (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সোয়া আটটায় পৌরএলাকার চাঁদপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। .

নিহত সরেশ চন্দ্র আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী চন্দ্রপুর গ্রামের ভগা ঠাকুরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।.

নিহত সরেশ চন্দ্রের আত্মীয় সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায় ও সাধন চন্দ্র রায় বলেন, আত্মীয়’র অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকমথুরার উরমা গ্রামে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সরেশ চন্দ্র। যাওয়ার পথে পরিচিত একজনের মোটরসাইকেলে উঠেন তিনি। চাঁদপাড়া গ্রামে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান সরেশ চন্দ্র। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। .

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ