
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া নামক স্থানে। নিহত সাইফুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নের নবগ্রাম গ্রামের এমামুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম বাড়ী থেকে মোটরসাইকেল যোগে বের হন তার ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মহিন বাবুকে আনতে বারাই গোল্ডেন হোপ কা-ার গার্টেন স্কুল থেকে আনতে যাওয়ার পথে বারাই চেয়ারম্যান পাড়া নামক স্থানে ফুলবাড়ী গামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: