মধ্যপাচ্যের দেশ আবুধাবিতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।.
নিহতদের সবার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।.
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি ও নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড় ভাই ডাক্তার মো. রসুল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।.
এর আগে ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে আবুধাবির (স্থানীয় সময়) শারজা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।.
নিহতরা হলেন, ফার্নিচার দোকান ব্যবসায়ী মো. ইউছুফ (৪৩), দোকান কর্মচারী মো. রাসেল (৩২) এবং অপর জন হচ্ছেন মো. তারেক হোসেন।.
নিহত ব্যবসায়ী মো. ইউছুফের বড় ভাই মো. রসুল জানান, তার ছোট ভাই দীর্ঘ ২৫ বছর ধরে আবুধাবিতে প্রবাস জীবনযাপন করে আসছিল। ২ বছর আগে সে আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে শারজা এলাকায় একটি ফার্নিচারের ব্যবসা শুরু করেন। .
৫ বছর আগে তিনি সর্বশেষ বাড়ি এসেছিলেন। তার সংসারে স্ত্রী নুর নাহার বেগম ও (মাইনুল ইসলাম মিলন, মেহেদী হাসান সিফাত) নামে ২ ছেলে রয়েছে।.
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ইউছুফ, দোকান কর্মচারী রাসেল ও বেড়াতে আসা মো. তারেক হোসেন ঘুমিয়ে পড়েন। স্থানীয় সময় রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লাগলে ভেতরে ঘুমের মধ্যেই তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: