• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১০ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম;
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১০ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১০ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (৫ জুলাই) আম পারতে ওঠে ১১ হাজার ভোল্ডের বিদ্যুৎস্পৃষ্টে শাহী তানভীর (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।.

নিহত শাহী তানভীর উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিট কড়াই গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে এবং গ্রীণল্যান্ড মডেল স্কুলের মাধ্যমিক শাখার ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল।.

বিষয়টি নিশ্চিত করেছেন বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।.

পরিবার সূত্রে জানা যায়, সকাল ১১টায় বাড়ির ওঠানের আম গাছে আম পারতে ওঠে শিক্ষার্থী শাহী তানভীর। আম পারার এক পর্যায়ে গাছের সাথে থাকা ১১ ভোল্ডের বিদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় ওই শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খরব পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়৷ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ