লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায় ট্রাক চাপায় মো. সফিক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮/১০/২০২১) বিকেলে উপজেলার চরবসু এলাকার হক সাহেবের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিক পাশ্ববর্তী রামগতি উপজেলার আজাদনগর এলাকার বশির আহমদের ছেলে।.
স্থানীয় নাহিদ হোসেন জানান, সফিক ব্রিক ফিল্ডে লেবারের কাজ করতো। ঘটনার সময় সে আজাদনগর এলাকা থেকে চরবসু বাজারের দিকে যাচ্ছিলো। বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ড্রাইভারসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ট্রাকের ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রাক ড্রাইভারের নাম জানা যায়নি।. .
ডে-নাইট-নিউজ / মোঃ ইউসুফ হোসাইন কমলনগর প্রতিনিধি।
আপনার মতামত লিখুন: