,কমলনগর প্ররতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরজু বেগম (১৬) নামে এক কিশোরী ।২ সেপ্টেম্বর( শুক্রবার) রাত ৯ টায় উপজেলার চর মাটিন গ্রামের ৮ নং ওয়ার্ডের রশিদ মাঝির বাড়ীর আইজল হকের মেয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়ভাবে জানাযায়, মার্টিন গ্রামের আরজু বেগম(১৬) এর সঙ্গে গত এক বছর ধরে জেলার সদরের ভবানীগঞ্জ গ্রামের সুতার গোপ্টার বাসিন্দা মৃত হোসেন এর ছেলের আব্দুল মন্নান (২৫) এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারের জানাজানি হলে বিয়ের বিষয়ে সিন্ধান্ত হলেও বিয়ে করতে অস্বীকৃতি জানান প্রেমিক মান্নান। এতে মানসিক ভাবে ভেঙে পড়ে পরিবারের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরজু। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহেল রানা তাকে মৃত্য ঘোষনা করেন । এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক আবদুল মন্নান (২৫) পলাতক থাকায় কোন বক্তব্য নেওয়া যায়নি। কমলনগর থানার ভার প্রাপ্ত(কর্মকর্তা) মো: সোলাইমান বলেন, মামলা হয়েছে লাশ পোস্টমর্টেম জন্য সদর হাসপাতাল পাটানো হয়েছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: