লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মাষ্টার আ:মন্নান (৫০) নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। কমলনগর থানার ১ কিলোমিটার উত্তরে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন রামগতি লক্ষীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।.
তার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১১মার্চ) দুপুরে নিজ মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে নিয়ে হাজিরহাট বাজারে যাওয়ার পথে,হাফিজিয়া মাদ্রাসার পাশের সংযোগ সড়ক থেকে মেইন সড়কে উঠার সময় দ্রুতগামী একটি লোকাল বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে, স্থানীয়রা উদ্ধার করে কমলনগর হাসপাতালে নিয়ে যান। ওখানে অবস্থার অবনতিতে ঘটলে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।.
তিনি উপজেলার চর কালকিনি ইউনিয়নের কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক ছিলেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষীপুর জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: