• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত!


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১১ পিএম;
কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত!
কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত!

লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা আক্তার। আজ (শনিবার)  দুপুর সোয়া ২ টার দিকে লক্ষ্মীপুর-রামগতি  সড়কের কমলনগর উপজেলার হাফেজিয়া মাদ্রাসার সামনে বাস-মোটরসাইকেল এর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান উপজেলার উত্তর চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চর কালকিনি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত জাহানারা বেগম একই বিদ্যালয়ের শিক্ষিকা।.

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে তারা স্বামী-স্ত্রী দুইজন হাফেজিয়া মাদ্রাসা সামনে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আবদুল মান্নানের অবস্থার অবনতি দেখে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।. .

ডে-নাইট-নিউজ / মোঃ ইউসুফ হোসাইন কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ