লক্ষ্মীপুরের কমলনগরে হার্ভেস্টার মেশিন (ধান/শস্য কাটার যন্ত্র)'র ধাক্কায় রাফসান (৭)নামের একটি শিশু নিহত হয়েছে। .
বুধবার সন্ধ্যা ছয়টার সময় উপজেলার চর জাঙ্গালীয়া ০২ নাম্বার ওয়ার্ডস্থ চর জাঙ্গালীয়া 'মাধ্যের বাড়ি' সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।.
.
.
নিহত রাফসান চর জাঙ্গালীয়া গ্রামের হারিছ আহমদের বাড়ির প্রতিবন্ধী হোসেনের পুত্র। রাফসান স্থানীয় নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্র বলে জানা গেছে।.
.
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচা আলা উদ্দিন জানান শিশুটি বাড়িতে প্রবেশের সময় হার্ভেস্টার মেশিনের ধাক্কায় ঘটনাস্থলে মারাত্মক জখম হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।.
.
.
এ দিকে হার্ভেস্টার চালক চর পাগলা গ্রামের বাসিন্দা লিটনের পুত্র ইমন (৩০) তাৎক্ষণিক সজ্ঞা হারিয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন কমলনগর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: