পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকা ডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১ জনে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত আরও ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। .
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়। তিনি বলেন, এখন পর্যন্ত মোট ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। .
গতকাল রোববার মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে যোগ দিতে নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এসময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়।.
স্থানীয়রা জানান, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছেন। .
উল্লেখ্য, নৌকা ডুবির পর গতকাল ২৫ জনের লাশ উদ্ধার করা হয়। পরে রাতে নদীতে তল্লাশি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সোমবার ভোর থেকে বিকাল সাড়ে ৫টায় নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: