• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কৃষক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম;
কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কৃষক
কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কৃষক

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।.

নিহতের প্রতিবেশি আবুল বাশার জানান, আব্দুর রহিম খুবই দরিদ্র। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন। পাশাপাশি পরের দেওয়া সামান্য কিছু জমিতে কৃষি চাষ করতেন। সম্প্রতি তার বাড়ি থেকে আয়ের একমাত্র পথ ভ্যানটি চুরি হয়ে যায়।.

বুধবার তিনি মাঠে ধানের জমিতে কিটনাশক স্প্রে করতে যান। এসময় তিনি মাঠের একটি মটর থেকে পানি নিতে গিয়ে বিদ্যুৎ তাড়িত হয়ে মারা যান। খবর পেয়ে ওই মাঠে কাজ করা ব্যক্তিরা আব্দুর রহিমের মৃতদহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান খবরের সত্যতা স্বীকারে করেন।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ