• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গাইবান্ধায় বাসচাপায় ৩ জনের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৫ এএম;
গাইবান্ধায় বাসচাপায় ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় বাসচাপায় ৩ জনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।.

দুর্ঘটনায় নিহতরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম মিয়া (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ।.

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাচ্ছিল। পথে ডাকঘর মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। .

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান। তিনি বলেন, নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের নাম-ঠিকানা জানা যায়নি। বাকি দুইজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ