ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলায় গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। .
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ৫ শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জোয়ারের পানিতে নিন্মাঞ্চল ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। .
জেলা কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল রাতে ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৭৪ হাজার ৪৮২ জন মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বেড়িবাঁধ, মুজিব কিল্লা ও আশ্রয় কেন্দ্রে ২২ হাজার ৩৫১ টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। .
চরফ্যাসনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় মনির (৪০), দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খাদিজা বেগম (৮০) ও সদর উপজেলার ধনিয়া ৩ নং ওয়ার্ডে মফিজল (৬৫) নামে ৩ জন গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। । এসময় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: