চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক যাত্রী।.
আজ ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।.
পুলিশ সূত্র জানায়, চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। বাসটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।.
দুর্ঘটনায় নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের নেছার হাওলাদার (৪০)। তবে তাৎক্ষণিক আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।.
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, নিহত যাত্রীদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আহত যাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস জব্দ করা করা হয়েছে। ঘটনার পর বাস চালক পালিয়েছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: