• ঢাকা
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৫ এএম;
চিকিৎসার,  জন্য বাড়ি থেকে,  বের হয়ে নিখোঁজ
চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ

চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে মো. মনির হোসেন (৩৫) নামে এক যুবক চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার বাড়ি থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। ওই রাত থেকে তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিখোঁজ মনিরের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলার চরকাদিরা এলাকার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মনির তিন কন্যা সন্তানের জনক। .

 .

 .

মনিরের পরিবার সূত্রে জানা গেছে, গেল বছর ঢাকার পঙ্গু হাসপাতালে মনিরের পিঠের একটি অপারেশন হয়েছিল। সম্প্রতি তার শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় শনিবার রাত ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকী এর পর থেকে তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।.

 .

মনিরের ভাই মিল্লাত হোসেন জানান, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। চারদিন ধরে (বুধবার বিকেল পর্যন্ত) মনিরের নিখোঁজ থাকার ঘটনায় বাবা আবদুল মন্নান, মা মনোয়ারা বেগম, স্ত্রী রাবেয়া বেগম ও তিন শিশুকন্যা এখন পাগলপ্রায়।.

 .

 .

তিনি জানান, এ ঘটনায় তারা মঙ্গলবার কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা ও উজ্জ্বল বর্ণের তার ওই ভাইয়ের সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৮৬৮ ৬২০৪৪৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।.

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, নিখোঁজ মনিরের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান বের করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ