• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে  নিখোঁজের পাঁচ দিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৩ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম;
ঝিনাইদহে  নিখোঁজের পাঁচ দিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহে  নিখোঁজের পাঁচ দিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর নাসিম (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার বেদবেরিয়া গ্রামের কবরস্থান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাসিম ওই উপজেলার বেদবাড়ীয়া গ্রামের মমিনুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, গত (২৭ নভেম্বর)নিহত নাসিম  বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি । এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে সন্ধ্যার কিছু আগে স্থানীয়রা মরদেহটি গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতে তার মরদেহ উদ্ধার করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই গ্রামের কবরস্থানের পাশে একটি গাছে রশিতে নাসিম নামের এক যুবকের মরদেহ ঝুলে আছে। এমন খবরে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ