ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী বিষপান করেছে।ঘটনাটি ঘটেছে আজ বিকাল সাড়ে ৪টার দিক। এর মধ্যে স্ত্রী আখি(২০) হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসাধীন রয়েছে স্বামী রাহিন(২৪)।রাহিন বেলতলা গ্রামের আলী হোসেনের ছেলে। ৪/৫ মাস আগে তাদের বিয়ে হয়েছিল স্থানীয় সুত্রে জানা যায়। এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আঃ রহিম মোল্লা জানান, স্বামী-স্ত্রী বিষপান করেছে এমন কোন তথ্য আমার কাছে নেই। পরে বিস্তারিত জানাতে পারবো।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে পারবো।জোড়াদাহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ বলেন, আমি একটি শালিসে রয়েছি। এই ঘটনা সম্পর্কে এখনও কিছু জানিনা। আমি খোঁজ নিচ্ছি।তবে গ্রামবাসী সূত্রে জানাগেছে,বিষপান করে ঘরের দরজা আটকিয়ে ভিতরে ছিল তারা। পাড়া-প্রতিবেশিরা বিষপানের সংবাদ পেয়ে দরজা ভেঙে তাদের বের করে হাসপাতালে নিয়ে যায়।.
ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: